বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস কমিটি ময়মনসিংহ অনুমোদিত

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস কমিটি, ময়মনসিংহের নব নির্বাচিত কর্মকর্তারা কমিটি অনুমোদন দেওয়ার দিন (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি এর ময়মনসিংহস্থ বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাত করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ব্যাংকাররা তাদের কমিটি মন্ত্রীর হাতে তুলে দেন।
উল্লেখ্য, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস কমিটি, ময়মনসিংহ আগামী ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর ৭৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি আলাউদ্দিন তুষার এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লেনিন।

গঠিত কমিটিতে আবারও সভাপতি করা হয়েছে সোনালী ব্যাংক লিমিটেড মুক্তাগাছা শাখা ম্যানেজার মো. ফরিদুর রহমান শাওন, সাধারণ সম্পাদক করা হয়েছে প্রিন্সিপাল অফিস ময়মনসিংহের প্রিন্সিপাল অফিসার মো. গোলাম সারোয়ার আকাশ।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে মোস্তফা মোঃ খাইরুল আলম তুহিন (প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) শম্ভুগঞ্জ বাজার শাখা), মোঃ আশরাফুল আলম (সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ময়মনসিংহ কর্পোরেট শাখা), মোঃ নাসির উদ্দিন (সিনিয়র অফিসার, মৎস্য গবেষণা ইনস্টিটিউট শাখা), মোহাম্মদ ফজলে নুর (সিনিয়র অফিসার (ম্যানেজার) তারেরঘাট বাজার শাখা), মোঃ আনোয়ার হোসেন সোহেল (প্রিন্সিপাল অফিসার, ভালুকা শাখা), মোঃ নাজমুল হুদা (প্রিন্সিপাল অফিসার, ময়মনসিংহ কর্পোরেট শাখা), মোঃ ইলিয়াস উদ্দিন (প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) শিবগঞ্জ শাখা),

যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম (প্রিন্সিপাল অফিসার, ফুলপুর শাখা), মোঃ সিরাজুল ইসলাম (সিনিয়র অফিসার ক্যাশ, শম্ভুগঞ্জ বাজার শাখা), মোঃ মাসুদুল ইসলাম (সিনিয়র অফিসার ক্যাশ, মুক্তাগাছা শাখা), মোঃ হাদিউল ইসলাম (সিনিয়র অফিসার ক্যাশ, কালিবাড়ী বাজার শাখা), তানভীর আহমেদ (সিনিয়র অফিসার, ময়মনসিংহ কর্পোরেট শাখা) সাংগঠনিক সম্পাদক যথাক্রমে- মোঃ হাশিম উল্লাহ নয়ন (সিনিয়র অফিসার, ফুলপুর শাখা), মোঃ রাহাতুল রাফি (সিনিয়র অফিসার, বানিজ্যিক কেন্দ্র শাখা, ময়মনসিংহ), মোঃ গাজীউর রহমান (সিনিয়র অফিসার, গফরগাঁও শাখা), মোঃ সাহেবুল হক (সিনিয়র অফিসার ক্যাশ, নান্দাইল শাখা), মোঃ ফয়জুল ইসলাম (সিনিয়র অফিসার ক্যাশ, ফুলপুর শাখা), মোঃ এরশাদ হোসাইন (সিনিয়র অফিসার ক্যাশ, মুক্তাগাছা শাখা), অর্থ বিষয়ক সম্পাদক – মোঃ এনামুল হক (সিনিয়র অফিসার ক্যাশ, মুক্তাগাছা শাখা)

সহ- অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ নাজমুল আলম (প্রিন্সিপাল অফিসার, নান্দাইল শাখা) দপ্তর সম্পাদক, মোঃ হাদিউজ্জামান মিলন (সিনিয়র অফিসার ক্যাশ, ফুলপুর শাখা), সহ-দপ্তর সম্পাদক- সাকিম আহম্মেদ (প্রিন্সিপাল অফিসার, গৌরীপুর শাখা), প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান (সিনিয়র অফিসার ক্যাশ, ময়মনসিংহ কর্পোরেট শাখা), উপ-প্রচার সম্পাদক- এস.এম. ফখরুল হাসান সুমন (অফিসার আইটি, ফুলপুর শাখা), ক্রীড়া সম্পাদক-মোঃ ওবায়দুর রহমান (সিনিয়র অফিসার ক্যাশ, হালুয়াঘাট শাখা), সহ-ক্রীড়া সম্পাদক- গোলাম হাসনাত (সিনিয়র অফিসার ক্যাশ, নান্দাইল শাখা),

মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মোঃ আব্দুল মোতালেব (সিনিয়র অফিসার ক্যাশ, ভালুকা শাখা), সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক- মোঃ ওয়াসিমুল হায়দার (সিনিয়র অফিসার ক্যাশ, ফুলপুর শাখা), সাহিত্য সম্পাদক- আব্দুল্লাহ আল মামুন রিয়েল (সিনিয়র অফিসার ক্যাশ, বালিয়া বাজার শাখা), সমাজ সেবা বিষয়ক সম্পাদক- মোঃ মাহফুজুর রহমান (প্রিন্সিপাল অফিসার, ময়মনসিংহ কর্পোরেট শাখা), সহ- সমাজ সেবা বিষয়ক সম্পাদক- আব্দুল্লাহ আল মামুন (সিনিয়র অফিসার ক্যাশ, ময়মনসিংহ কর্পোরেট শাখা), আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, মোঃ তানিম হাসান (প্রিন্সিপাল অফিসার, ময়মনসিংহ কর্পোরেট শাখা),

মহিলা বিষয়ক সম্পাদক- কাজী রোকসানা আমিন (সিনিয়র অফিসার ক্যাশ, বানিজ্যিক কেন্দ্র শাখা), সাংস্কৃতিক সম্পাদক- উম্মে কুলসুম (প্রিন্সিপাল অফিসার, ভালুকা শাখা), শিক্ষা ও গবেষণা সম্পাদক- মোঃ তাওহিদুজ্জামান সোহাগ (সিনিয়র অফিসার ক্যাশ, বালিয়া বাজার শাখা), ধর্ম বিষয়ক সম্পাদক- মোঃ আতাউল করিম (সিনিয়র অফিসার ক্যাশ, তারেরঘাট বাজার শাখা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক -মোঃ মফিদুল ইসলাম (প্রিন্সিপাল অফিসার, ফুলপুর শাখা) পরিবহন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক- কে.এম. সাজেদুল আলম (অফিসার আইটি, ফুলপুর শাখা), ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক- মোঃ আতাউর রহমান (সিনিয়র অফিসার ক্যাশ, আছিম বাজার শাখা),

 

সহ- ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক- মোঃ জিয়াউর রহমান (সিনিয়র অফিসার ক্যাশ, ময়মনসিংহ কর্পোরেট শাখা), আইন বিষয়ক সম্পাদক-মোঃ গোলাম কিবরিয়া (সিনিয়র অফিসার ক্যাশ, আছিম বাজার শাখা), স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক- মোঃ কামরুজ্জামান (অফিসার, গৌরীপুর শাখা), আপ্যায়ন বিষয়ক সম্পাদক- মোঃ হাবিবুর রহমান (সিনিয়র অফিসার, বালিয়া বাজার শাখা),

কার্যকরী সদস্য যথাক্রমে- মোঃ মনির হোসেন (সিনিয়র অফিসার ক্যাশ, গফরগাঁও শাখা), মোঃ মাসুদুল ইসলাম (প্রিন্সিপাল অফিসার, ফুলপুর শাখা, ময়মনসিংহ), মাসুদ আল মামুন (সিনিয়র অফিসার, আছিম বাজার শাখা), মোহাম্মদ ফিরোজ (সিনিয়র অফিসার ক্যাশ, তারেরঘাট বাজার শাখা), গোলাম মর্তুজা (অফিসার ক্যাশ, ময়মনসিংহ কর্পোরেট শাখা), অমিতাঞ্জন দেবনাথ (সিনিয়র অফিসার ক্যাশ, হালুয়াঘাট শাখা), আমিনুল ইসলাম (সিনিয়র অফিসার ক্যাশ, আছিম বাজার শাখা), মির্জা মোস্তাক আহমেদ (সিনিয়র অফিসার, কেশরগঞ্জ বাজার শাখা), মোঃ আনোয়ার হোসেন (সিনিয়র অফিসার, গফরগাঁও শাখা), মোঃ মাহমুদুর রহমান, (অফিসার,আছিম বাজার শাখা), মোঃ আব্দুল ওয়াদুদ, (সিনিয়র অফিসার আইটি, মুক্তাগাছা শাখা)

মোঃ ইলিয়াস সরকার, (সিনিয়র অফিসার ক্যাশ, গয়েশপুর শাখা) মোঃ আবুল হাসিব খান (সিনিয়র অফিসার ক্যাশ, মুক্তাগাছা শাখা), মোঃ শাহজাহান সিরাজ (সিনিয়র অফিসার ক্যাশ, গফরগাঁও শাখা) মোছাঃ তাছলিমা (প্রিন্সিপাল অফিসার, ত্রিশাল শাখা), সাদ্দাম হোসাইন (অফিসার ক্যাশ, শম্ভুগঞ্জ বাজার শাখা), মোঃ আবুল হারেস (সিনিয়র অফিসার, নান্দাইল শাখা) আব্দুল্লাহ আল কাজেম, (সিনিয়র অফিসার, ত্রিশাল শাখা) কায়সার মুস্তাফিজ, (অফিসার ক্যাশ,শম্ভুগঞ্জ বাজার শাখা) মোঃ বোরহান উদ্দিন (অফিসার ক্যাশ, শিবগঞ্জ শাখা) মোঃ হাবিব উল্লাহ (অফিসার,গফরগাঁও শাখা) মোঃ মোশারফ হোসেন (অফিসার, গফরগাঁও শাখা) শফিকুল হোসেন সুজন (অফিসার আইটি, তারেরঘাট বাজার শাখা) মোঃ ফারুক (অফিসার ক্যাশ,

ধোবাউড়া শাখা) রুবিনা ইয়াসমিন (অফিসার ক্যাশ, মুক্তাগাছা শাখা) মোঃ ফরিদুজ্জামান (অফিসার আইটি, মুক্তাগাছা শাখা) মোঃ মামুনুর রশিদ (অফিসার, মুক্তাগাছা শাখা), মোঃ রাহিদ হাসান (সিনিয়র অফিসার, নান্দাইল শাখা), মোঃ মাহফুজুর রহমান (সিনিয়র অফিসার আইটি, ত্রিশাল শাখা) তানভীর নোমান খান (অফিসার ক্যাশ, ময়মনসিংহ কর্পোরেট শাখা)।
দক্ষ সংগঠকদের নিয়ে শক্তিশালী কমিটি অনুমোদন দেওয়ায় ময়মনসিংহের নব নির্বাচিত সভাপতি মো. ফরিদুর রহমান শাওন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে ময়মনসিংহের কমিটিতে আবার মো. ফরিদুর রহমান শাওন সভাপতি নির্বাচিত হওয়ায় তার সাবেক কর্মস্থল ফুলবাড়িয়া সহ বর্তমান কর্মস্থল মুক্তাগাছার শুভাকাঙ্খীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা মনে করেন দক্ষ সংগঠকের নেতৃত্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলুক ব্যাংকাদের প্রিয় সংগঠন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman