স্বর্ণ পদক ও এ্যাওয়ার্ড পেলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০১৬, ১২:৪৪ PM / ৩৯৮
স্বর্ণ পদক ও এ্যাওয়ার্ড পেলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান

mannan-03মশিউর রহমান কাউসার : সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান কে ২০১৬ ইং সনে স্বর্ণ পদক ও এ্যাওয়ার্ড প্রদান করেছে বিভিন্ন মানবাধিকার, সাংস্কৃতিক ও গবেষণামূলক সংগঠন। সমাজ সেবায় অবদানের জন্য শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক আব্দুল মান্নানকে ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ‘শেরে বাংলা এ.কে ফজলুল হক-স্বর্ণ পদক-২০১৬ এবং ২০ সেপ্টেম্বর এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) ও বঙ্গবন্ধু আদর্শ স্মৃতি পরিষদ কর্তৃক ‘জেনারেল ওসমানী স্বর্ণ পদক-২০১৬’ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌ-মন্ত্রী শাহজাহান খান এমপি। অপরদিকে একই বিষয়ে অবদানের জন্য বাংলাদেশ মানবাধিকার রিভিও সোসাইটি আব্দুল মান্নানকে ২৫ আগস্ট ‘মানবাধিকার পিস এ্যাওয়ার্ড-২০১৬’ প্রদান করা হয়েছে। সমাজ সেবায় অবদানের জন্য স্বর্ণ পদক ও এ্যাওয়ার্ড পাওয়ায় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানকে অভিনন্দন জানিয়েছেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল ও সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার।