বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ স্লোগানের আলোকে জাতীয় স্থানীয় সরকার দিবসে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর হতে বের হওয়া র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন, বীরমুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, আ’লীগ নেতা মুজিবুর রহমান খান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি ম্যানেজার জেমস বিশ^াস, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার যিহিস্কেল ইজারদার প্রমুখ। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।