রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম খান, ভালুকা : স্থানীয় ইউপি সদস্য কতৃক ২ মাস তালাবদ্ধ করে রাখার পর ভালুকা উপজেলার গাংগাটিয়া এডুকো শিক্ষালয়ের ভবনটি বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার তালা খুুলে দিলে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে ।
জানাযায়, উপজেলার গাংগাটিয়া গ্রামে স্পেনের অর্থায়নে ৭০ লাখ টাকা ব্যায়ে এডুকো শিক্ষালয়ের ভবনটি নির্মান করা হয়। ২ মাস পূর্বে ঠিকাদার কাজ শেষ করে এডুকোর কর্মকর্তাদের কাছে ভবনটি হস্তান্তর করেন। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম (ইসমাইল মেম্বার) ঠিকাদারের কাছে টাকা পাবে দাবী করে, বিদ্যালয়ের ওই ভবনটিতে তালা লাগিয়ে দেয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার বিষয়টি জেনে ওই মেম্বারকে তালা খুলে নির্দেশ দেন। নির্দেশের পরেও তালা খুলে না দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, এডুকোর সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে ভবনের তালাটি খুলে দেন। এতে ক্ষুদে শিক্ষর্থীরা নতুন ভবনে ক্লাশ করার আনন্দে ১ শত ৭৫ জন মেতে উঠেন। পরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন ।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার জানান, ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দে আমিও আনন্দিত । পরবর্তীতে স্কুল পরিচালনায় ওই মেম্বার কোন বাধার সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।