রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : সৌদি আরবের পূর্ব প্রদেশে মঙ্গলবার রাতে গুরুতর বালু ঝড়ে বাদশাহ ফাহাদ সড়কের ওপরে বৃষ্টি প্রতিরোধক ছাতা ভেঙ্গে পড়ে। এই ঝড়ে সাময়িক চলাচল বন্ধ থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাদশাহ ফাহাদ সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে সড়কের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে দুর্ঘটনা স্থলে উদ্ধার দলের সদস্যদের পাঠানো হয়েছে। উদ্ধার দলটি সড়ক সচল করতে কাজ করছে।
এদিকে, পূর্ব প্রদেশের আঞ্চলিক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সালেহ বিন আলি আল সলুক বালু ঝড়ে আক্রান্তদের হাসপাতাল শ্বাসকষ্ট জনিত সমস্যায় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন।
একই অধিদপ্তরের মুখপাত্র আসাদ সউদ বলেন, বালু ঝড় সংক্রান্ত যে কোন চিকিৎসা সেবা দিতে হাসপাতালগুলো ২৪ ঘন্টা প্রস্তুত রয়েছে। নগরবাসীকে ঘরের ভেতরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন তিনি। জরুরীভাবে বালু ঝড়ের মধ্যে কেউ বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন আসাদ।
এছাড়া বাদশাহ ফাহাদ সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় তাতে স্থানীয় ট্রাফিক অধিদপ্তর সর্বক্ষণিক সজ্গা রয়েছে বলেও জানান আঞ্চলিক কর্র্তৃপক্ষ। আরব নিউজ