সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন

সৌদির নাস্তিকদের সন্ত্রাসী ঘোষণা

AP161854178759-1280x960-400x300ফুলবাড়ীয়া নিউজ 24 ডটকম : নাস্তিকদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছে সৌদি আরব। কঠোর ধর্মীয় রীতিনীতির দেশটিতে নাস্তিকদের সন্ত্রাসী হিসেবে গণ্য করে বেশ কয়েকটি আইনও জারি করা হয়েছে।

এছাড়াও সৌদি রাজপরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে এমন বিরোধী মতামতের প্রতি শঙ্কা থেকে সৌদি বাদশা বেশ কয়েকটি রাজ-আদেশ জারি করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটি জানায়, সম্প্রতি সৌদি আরবে উদারপন্থী লেখক-কর্মী রায়েফ বাদাউইকে আটকের পর থেকেই সৌদিতে মুক্তমতের উত্থান নিয়ে শঙ্কা দেখা দেয় রাজপরিবারে। এজন্য ইসলামের মৌল বিষয় নিয়ে কোনোরকম সমালোচনা, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে যেকোনো রকম কর্মকা-কে সন্ত্রাসী কর্মকা- হিসেবে বিবেচনা করতে ডিক্রি জারি করেছে সৌদি।
সূত্র- ইন্টারনেট

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman