রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪০ পূর্বাহ্ন
আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ফুলবাড়ীয়া উপজেলার ৯নং এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর বাজারে ডাকাতির প্রধান আসামী রনি অপর সহযোগি ৩জন কে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১১মে) ঢাকার টঙ্গি থেকে রনি ও তার তথ্যমতে সহযোগি ৩জন নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব জানান, ত্রিশালের চুরখাই ফারিয়াকান্দি গ্রামের আ. জব্বারের পুত্র ডাকাত দলের প্রধান রনি কে টঙ্গি এবং সহযোগি সাইদুল, জাহাঙ্গীর ও অজ্ঞাত ১জন কে নারাগঞ্জ থেকে ডিবি পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে খোয়া যাওয়া জিনিসপত্রের মধ্যে ২টি মোবাইল সেটসহ কিছু মালামাল উদ্ধার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা সংস্থার এস আই আব্দুস ছালাম, মফিজ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স। উল্লেখ্য গত ১৯এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে সোয়াইতপুর বাজারে একসাথে ৮টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল।