সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন

সেবার মান উন্নয়নে কাজ করছে CVA

CVA-02ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়া উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছে সদ্য গঠিত Citizen Voice and Action- CVA। ১৫ সদস্য বিশিষ্ট এ দলের সদস্যবৃন্দ বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের আওতাধীন এলাকায় সামাজিক উদ্বুদ্ধকরন সভা, পরিচালনা কমিটির সদস্যদের সাথে প্রারম্ভিক সভা ও এসব ক্লিনিক থেকে সেবা গ্রহনকারী বিভিন্ন উপদলের কাছ থেকে সেবার মানদন্ড ও বাস্তব অবস্থা এবং উন্নতি কল্পে করণীয় বিষয়ে পরামর্শ নিচ্ছেন। এর অংশ হিসাবে ইতিমধ্যে ছনকান্দা কমিউনিটি ক্লিনিক, বরুকা কমিউনিটি ক্লিনিক, শুশুতি কমিউনিটি ক্লিনিক, কৈয়ারচালা কমিউনিটি ক্লিনিক, জোরবাড়ীয়া কমিউনিটি ক্লিনিকে সামাজিক উদ্বুদ্ধকরন সভা, পরিচালনা কমিটির সদস্যদের সাথে প্রারম্ভিক সভা ও এসব ক্লিনিক থেকে সেবা গ্রহনকারী বিভিন্ন উপদলের কাছ থেকে সেবার মানদন্ড ও বাস্তব অবস্থা তুলে এনেছেন। এসব অবস্থার সারসংক্ষেপ ইন্টারফেস মিটিং এর মাধ্যমে উপজেলার নীতিনির্ধারক মহলের কাছে উপস্থাপনের পরিকল্পনা করছেন দলের সদস্যবৃন্দ। উদ্যোক্তাদের প্রত্যাশা এর মাধ্যমে দরিদ্র জনসাধারনের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সরকারের উদ্যোগ আরো কার্যকরী হবে। উল্লেখ্য CVA দলের সদস্যবৃন্দ ফুলবাড়ীয়া এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক নাগরিক কণ্ঠ ও কাজ (Citizen Voice and Action- CVA) বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman