সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৪০ অপরাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করায় ও কম্পিউটারের মাধ্যমে ভিডিও গানের রেকর্ড ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকীর অভিযোগে গৌরীপুর থানার পুলিশ বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে জুলহাস মিয়া (২০) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে। পরে ওই দিন রাতেই বখাটে যুবকের বিরুদ্ধে গৌরীপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল হাসান খান এব্যাপারে সত্যতা নিশ্চিত করেন। উল্লেখিত বখাটে যুবক এ উপজেলার হিম্মত নগর গ্রামের আজিজ খানের পুত্র। জানা গেছে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মানবিক শাখার ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় ওই বখাটে যুবক রাস্তায় প্রেম নিবেদন সহ বিভিন্ন ভাবে প্রতিনিয়ত উত্ত্যক্ত করে আসছিল। বখাটের প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় তার ছবির সাথে ওই ছাত্রীর ছবি সংযুক্ত করে ভিডিও এডিটিং এর মাধ্যমে গান তৈরী করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকীও প্রদর্শন করে সে। ঘটনারদিন স্কুলের ছুটি শেষে বাড়ি ফেরার পথে হাটশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুনরায় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে বখাটে যুবক জুলহাস। ভোক্তভোগী ওই ছাত্রীর অভিভাবক গৌরীপুর থানায় এ ব্যাপারে অভিযোগ করলে পুলিশ জুলহাসকে হিম্মতনগর বাজার থেকে গ্রেফতার করে।