মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর পশ্চিমপাড়া ব্লকে কানাডার ক্যানপোটেক্স লিঃ ও বাংলাদেশের ড্রাগন ফার্টিলাইজার বিডি লিঃ এর উদ্যোগে কৃষি মন্ত্রনালয়ের সহযোগীতায় শনিবার (১৪ মে) সুষম সার ব্যবহারে উদ্ধুদ্ধকরন প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাদিকুর রহমানের সভাপতিত্বে কৃষিবিদ মোঃ শামছুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা খামার বাড়ীর অতিরিক্ত পরিচালক মনিরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের গবেষনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, খামার বাড়ী ময়মনসিংহের উপপরিচালক কৃষিবিদ মোঃ আলতাবুর রহমান, ড্রাগন ফার্টিলাইজার বিডি লিঃ এর প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, প্রকল্প ম্যানেজার তরিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ভোলানাথ বাবু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।
আপনার মতামত লিখুন :