বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:২৯ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টের আইনজীবীর তালিকায় ফুলবাড়িয়ার কৃতি সন্তান ব্যারিস্টার তুষার

ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়ার কৃতি সন্তান ব্যারিস্টার সোলায়মান তুষার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। গত ২৩ আগস্ট তালিকাভুক্তির ফল প্রকাশ করে বাংলাদেশ বার কাউন্সিল। তিনি ২০১৮ সালে ইংল্যান্ডের অনারেবল সোসাইটি অব লিঙ্কন ইন বার এট “ল” ডিগ্রি অর্জন করেন। সোলায়মান তুষার ইংল্যান্ডের সিটি ইউনিভার্সিটি (সিটি ল স্কুল) থেকে বার প্রফেসনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) সম্পন্ন করেন।

তিনি এর আগে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে এলএলবি অনার্স ও আন্তর্জাতিক আইনের ওপর এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০৮ সালে অনার্স ও ২০০৯ সালে মাস্টার্স সম্পন্ন করেন। সোলায়মান তুষার আইন পেশার পাশাপাশি লেখালেখির সাথে জড়িত। ব্যারিস্টার সোলায়মান তুষারের লেখা গবেষণামূলক ইংরেজী বই দ্য রোহিঙ্গা: আ লং হিস্ট্রি অব জেনোসাইড ২০২৩ ফেব্রুয়াারিতে অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়। কারুবাক প্রকাশনী বইটি প্রকাশ করে।

এছাড়া তার লেখা কলাম দেশীয় ও আন্তর্জাতিক সংবাদপত্রে নিয়মিত প্রকাশিত হয়। তিনি এক দশকের বেশি সময় সাংবাদিকতায় জড়িত ছিলেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। লেখালেখি ও সাংবাদিকতার জন্য তিনি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ পদক পেয়েছেন।
সোলায়মান তুষার ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের মরহুম আব্দুল কাসেম ও মরহুমা সখিনা খাতুনের ছেলে। সোলায়মান তুষার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস নিয়ে কাজ করতে আগ্রহী। তিনি সবার দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman