বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪০ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন শনিবার (২ জুলাই) বেলা ১২ টায় ময়মনসিংহের গৌরীপুর পাবলিক হলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা আ’লীগের ৫শতাধিক নেতা-কর্মীদের মাঝে বস্ত্র বিতরন করেছেন। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপ নির্বাচনে আ’লীগ মনোনীত এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ। ড.সামীউল আলমের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক বিধু ভুষন দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, জেলা শ্রমিকলীগের সহ সভাপতি আব্দুর রশিদ রতন, বীরমুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান শাহিন, মোফাজ্জল হোসেন খান, ছাত্রলীগ সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফজলে রাব্বি খান রিফাত,উপজেলা ছাত্রলীগ নেতা নাজিমুল ইসলাম শুভ প্রমুখ। আলোচনা শেষে উপজেলা আ’লীগ ও তার সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি বিতরন করা হয়েছে #