মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৫০ পূর্বাহ্ন

সামিনা চৌধুরী সিডনি এসে পৌঁছেছেন

IMG_4781ফুলবাড়ীয়ার নিউজ 24 ডটকম: গতকাল শুক্রবার বাংলাদেশের জনপ্রিয় রিয়েলিটি শো চ্যানেল আই“ক্ষুদে গান রাজ” এর বিচারক প্রখ্যাত কন্ঠ শিল্পী সামিনা চৌধুরী তার তিনজন যন্ত্রি সহ সিডনি এসে পৌঁছেছেন। আয়োজক কমিটি বাংলাদেশ আইডল এর পক্ষ থেকে আতিক হেলাল এবং আরেফিন মিতা তাদেরকে ফুল দিয়ে বরণ করেন।

আগামী ১৫ই নভেম্বর ২০১৫ (রবিবার) সন্ধ্যা ৬ টায় সিডনির ম্যায়কুউরী ফিল্ডস্থ জেমস মিহান স্কুল অডিটোরিয়ামে বাংলাদেশ আইডল আয়োজিত কন্ঠশিল্পী সামিনা চৌধুরী’র একক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। সঙ্গীতের আরাধনা, তাল, লয় আর সুরের মূর্ছনায় সিডনি প্রবাসী বাংলাদেশী দর্শক-শ্রোতাদের এক মনোমুগ্ধকর সন্ধ্যা উপহার দিবেন তিনি।

সঙ্গীত সন্ধ্যাকে সুন্দর, সার্থক ও সাফল্যম-িত করে তোলার জন্য আয়োজক প্রতিষ্ঠান “বাংলাদেশ আইডল” সিডনী’র সকল বাংলাভাষী বাঙ্গালী দর্শক-শ্রোতার কাছে সব ধরণের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
সূত্র- ইন্টারনেট

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman