সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:২৭ অপরাহ্ন

সামার সাবমার্সিবল পাম্পের মত বিনিময় সভা

sumar

ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে সোমবার (২৩মে) সামার সাবমার্সিবল পাম্পের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই। বক্তব্য রাখেন প্রভাষক এটি এম মহসীন শামীম, প্রধান শিক্ষক অখিল রঞ্জন তরফদার, গোলাম মোস্তফা, আব্দুস ছাত্তার, সহকারী প্রধান শিক্ষক সংগ্রাম চন্দ্র পাল, দিদারুল ইসলাম বাদশা, সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, মজিবুর রহমান, সামার সাবমার্সিবল পাম্পের ডিভিশনাল ম্যানেজার মো. আজহারুল ইসলাম ও সামার সাবমার্সিবল ডিলার সাকিব মেশিনারীজ স্বত্তাধিকারী শাহীন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়ীয়া উপজেলা শাখার যুগ্ন সম্পাদক মো. নজরুল ইসলাম। মত বিনিময় সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন। ###

এনায়েতপুরের জুয়ারু ও মাদক ব্যবসায়ীদের হুশিয়ার করলেন কবির চেয়ারম্যান

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman