বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া : সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার ফুলবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল কাইয়ুম প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, উপজেলা মৎস্য অফিসার হাবিবুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, ভবানীপুর ইউপি চেয়ারম্যান জবান আলী সরকার, বাকতা ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন, কালাদহ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাস্টার সহ ইউপি সচিব, সংবাদকর্মী, সুবিধাভোগিরা মতামত তুলে ধরেন।