বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন

সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মহলের গভী শোক

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সোমবার গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও শিক্ষা বিস্তারে মতিউর রহমানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষানুরাগীর মৃত‍্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তিন দশকের বেশি সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্বদানকারী এই নেতা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ও সফল সংগঠকের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে তিনি একুশে পদক লাভ করেন। তার মৃত্যুতে দলের এক অপূরণীয় ক্ষতি হলো এবং আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।’

বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবীদ, বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী, বাংলাদেশ সরকারের সাবেক ধর্মমন্ত্রী, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগের নেতা, ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা হিসেবে স্বীকৃতপ্রাপ্ত বটবৃক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান মৃত্যুতে ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম এর প্রকাশক প্রবাসী ইঞ্জিনিয়ার কায়সারুল হক গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান গতকাল রোববার রাত ১১টার দিকে ময়মনসিংহের ধোপাখোলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman