রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর প্রেসকাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদের গৌরীপুর প্রতিনিধি স্বর্গীয় সুরেশ কৈরীর ১৬ তম মৃত্যু বার্ষিকী গৌরীপুর প্রেসকাবের উদ্যোগে দু’দিন ব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। উল্লেখ্য ২০০০ইং সনের ১৪ মে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেছিলেন। মৃত্যুবার্ষিকী বার্ষিকী উপলক্ষে গৌরীপুর প্রেসকাবের উদ্যোগে শুক্রবার রাত ৮টায় পৌর শহরের কালীখলা লোকনাথ মন্দিরে হরিনাম সংকীর্ত্তন, শনিবার বিকাল ৫ টায় পৌর শ্মশানে প্রয়াতের স্মৃদিসৌধে পুস্পমাল্য অর্পন ও সন্ধ্যা ৭টায় প্রেসকাব কার্যালয়ে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর প্রেসকাবের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মশিউর রহামানের সঞ্চালনায় প্রায়াতের স্মরণ সভায় বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসকাবের সাবেক সভাপতি ম, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম মিন্টু, কমল সরকার, সাবেক সাধারন সম্পাদক এইচএম খায়রুল বাসার, সাংবাদিক আলী হায়দার রবিন, তিলক রায়,আব্দুুল্লাহ আল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান, শেখ মোঃ বিপ্লব প্রমুখ।
স্বর্গীয় সুরেশ কৈরী ১৯৫৩ সনের ৫ জানুয়ারী উপজেলার বোকাইনগর ইউনিয়নের গোসাইবাড়ীতে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে মাস্টার্স করেন। ১৯৭৪ সন থেকে তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন এবং সর্বশেষ দৈনিক সংবাদ ও জাহান পত্রিকায় কর্মরত থাকা অবস্থায় মৃত্যু বরন করেন। প্রয়াত সুরেশ কৈরী একাধারে ছিলেন একজন গুনী সাংবাদিক, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক কর্মী, সমাজ সেবক। গৌরীপুর প্রেসকাব প্রতিষ্ঠায় তিনি অগ্রনী ভূমিকা পালন করেন।