মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৫৪ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, মোঃ রইছ উদ্দিন, এইচ এম খায়রুল বাসার, সাপ্তাহিক রাজ গৌরীপুর পত্রিকার প্রকাশক আবু কাউছার চৌধুরী রন্টি, প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক সাজ্জাতুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শামীম খান, সম্মানীত সদস্য মোঃ হুমায়ূন কবির, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, গৌরীপুর এনটিটি কোচিং সেন্টারের পরিচালক ইমন সরকার, মোঃ নাজিম উদ্দিন, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম জীবন, আনোয়ার শরীফ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে উক্ত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।