রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, ফুলবাড়িয়া নিউজ 24ডটকম :
ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক মানব জমিন’র প্রতিনিধি এইচ এম খাইরুল বাসারের মাতা ও অচিন্তপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান গৌরীপুর সরকারী কলেজের ভিপি শহিদুল ইসলাম অন্তরের বড় বোন হাফিজা খাতুন (৬৩) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শনিবার (৯ জুলাই) বিকেল ৩টার সময় শান্তিবাগ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও স্বামীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গৌরীপুর সরকারী কলেজ ঈদগাহ মাঠে মরহুমার প্রথম জানাযা ও পরে তার নিজ বাড়ী আটপাড়া থানার কৃষ্টপুর গ্রামে ২য় জানায়া শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক মাতার মৃত্যুতে গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান জুয়েল, সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসারসহ সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন।