সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:১০ অপরাহ্ন

সাংবাদিকদের সাথে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কমিটির মত বিনিময় সভা

65ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : শুক্রবার রাত ৮ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে।
কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুল কদ্দুস জানান, আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে ফুলবাড়ীয়া বাজারের মেইন রোডে যে মানব বন্ধন অনুষ্ঠিত হবে সেটি হবে ফুলবাড়ীয়ার সর্বশ্রেষ্ঠ মানব বন্ধন- যে মানব বন্ধনটি ইতিপূর্বে আর কখনো ফুলবাড়ীয়াবাসী দেখেনি। ঘন্টাব্যাপী মানব বন্ধন চলাকালে আলোচনাও চলবে। সেই প্রোগ্রামকে সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকবৃন্দ মেইন রোডে মানব বন্ধন করতে যেয়ে যেন সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হন সে বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এসময় কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট গোলাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, সংগঠনের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম তোতা সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman