রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০১ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার : ময়মনসিংহ-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ নাজিম উদ্দিন আহামেদ বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে গৌরীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি ত্যাগী, সৎ ও মেধাবী নেতা কর্মীদের মুল্যায়িত করার মাধ্যমে গৌরীপুরে আওয়ামীলীগকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি আরো বলেন এমপি নির্বাচিত হয়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন রাস্তা ঘাট নির্মান,বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি ও সঠিক স্বাস্থ্য সেবাসহ গনমানুষের মৌলিক অধিকার পূরনে সচেষ্ট থাকবেন। আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ ড. সামিউল আলম লিটনের উদ্যোগে আয়োজিত প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক বিধুভুষন দাস, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ম,নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আঃ মুন্নাফ, আ’লীগ নেতা এডঃ জসিম উদ্দিন আহম্মেদ,গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান, ছাত্রলীগ সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফজলে রাব্বি খান রিফাত, উপজেলা ছাত্রলীগ নেতা নাজিমুল ইসলাম শুভ। সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহম্মেদ প্রমুখ।