সহকারী কমিশনার (ভূমি) কে সংবর্ধনা


প্রকাশের সময় : জুন ৬, ২০১৬, ১২:০১ PM / ৬০
সহকারী কমিশনার (ভূমি) কে সংবর্ধনা

604ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ময়মনসিংহ বিভাগীয় ইনোভেশন সার্কেল ২০১৬ এর শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হওয়ায় আফরোজা আখতার, সহকারী কমিশনার (ভূমি) কে সোমবার (৬জুন) বিকেল সাড়ে চারটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনার আয়োজন করে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ। ইউএনও শারমিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার, ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, মাহবুবা সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়া উদ্দিন খান, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. আব্দুল মান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান, সমাজ সেবা অফিসার কামরুজ্জামান কবির, একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিআরডিবি অফিসার মো. শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অফিসার্স কাবের পক্ষ থেকে অবসরে চলে যাওয়ায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়া উদ্দিন খান কে ক্রেস্ট প্রদান করা হয়।