রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ পূর্বাহ্ন

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ

320000ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬০ জোড়া বেঞ্চ প্রদান করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নে ফুলবাড়ীয়া এডিপি, ওয়ার্ল্ড ভিশন কর্তৃক গত বৃহস্পতিবার (২৩সেপ্টেম্বর) এসব বেঞ্চ বিতরণ করা হয়।
এতে এ ইউ ই ও ইকবাল হোসেন, মোশারফ হোসেন খান, এডিপি ম্যানেজার ইউনুস সাংমা, শিক্ষা টেকনিক্যাল কর্মকর্তা হেনরী রেমা, কৃষিবিদ রাকিবুল ইসলাম, প্রোগ্রাম অফিসার উজ্জল রেমা, সুজিত চিসিম, সেবাষ্টিন আরেং, স্টুয়ার্ট খান প্রমুখ ও বেঞ্চ সহায়তা প্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman