মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:৩৭ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফুলবাড়ীয়ার কৃতি সন্তান, আনন্দ মােহন কলেজের সমাজ কল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান আর, জে, এম, সেলিম রেজা তালুকদার অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেছেন। তাঁকে মাদারীপুর জেলার সরকারি সুফিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, শাখা-৬ (কলেজ-১) এর স্মারক নং : ৩৭.০০.০০০০.০৬৭.০৬.০০৩.২০১৫-১১৪৫, তারিখ- ০২/১০/২০১৬ মোতাবেক অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে তিনি ঐ কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ৭নং বাক্তা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মরহুম আলহাজ্ব ওয়াজ উদ্দিন তালুকদারের সুযোগ্য সন্তান।
অভিনন্দন : ফুলবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান, আনন্দ মােহন কলেজের সমাজ কল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান আর, জে, এম, সেলিম রেজা তালুকদার অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করায় ফুলবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুস ছাত্তার, অর্থ সম্পাদক মো. আব্দুল জব্বার, অন লাইন পত্রিকা ফুলবাড়িয়া নিউজ 24ডটকম সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক, প্রকাশক প্রবাসী ও তথ্য বিশেষজ্ঞ কায়সারুল হক অভিনন্দন জানিয়ে বলেছেন তাঁর দক্ষ পরিচালনায় কলেজটি আগামী দিনে শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।