সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৮:৪০ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি ময়মনসিংহ জেলাও মহানগর কমিটির উদ্যেগে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনও সম্মাননা প্রদান ২৬ জানুয়ারী সকালে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে করোনাকালীন সময়ে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ফুলবাড়িয়া উপজেলায় দৈনিক প্রতিদিনের সংবাদ’র উপজেলা প্রতিনিধি মো: হেলাল উদ্দিন উজ্জল কে সম্মাননা সম্মারক ক্রেস্ট প্রদান করে। এ ছাড়াও ময়মনসিংহ বিভাগে বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানা প্রদান করা হয়।জেলা কমিটির সভাপতি তারেক সরকার’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক আজহারুল ইসলাম, আনন্দ টিভি বিভাগীয় প্রতিনিধি উজ্জল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, অর্থ সম্পাদক মশিদুল আলম, চ্যানেল১৬ জেলা প্রতিনিধি আবুল বাশার লিংকন,সৈয়দ তোফায়েল উদ্দীন হোসাইন,এ কেএম আবু নোমান জেলা কমিটির সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম মহানগর কমিটির সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন প্রমুখ।