রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম খান, ভালুকা : স্ব-স্ব অবস্থান থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে। সমাজে জঙ্গিবাদের কোন স্থান নেই, তাদের ভয় না পেয়ে সমন্বিত কর্ম কৌশল তৈরী করে মোকাবেলা করতে হবে। ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শনিবার (৩০জুলাই) বিকেলে সন্ত্রাস জঙ্গিবাদ দমনে গনমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি ইমাম এসব কথা বলেন। তিনি বলেন আওয়ামী লীগের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি দলের ছত্রছায়ার জঙ্গিরা সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, এদের কে কঠিন হস্তে দমন করতে হবে। তিনি আরও বলেন, রূপকল্প ২০২১এর দ্বার প্রান্তে আমরা পৌছে গেছি এবং ২০৪১সালের মধ্যে অবশ্যই আমরা মধ্যম আয়ের দেশে পদার্পন করব, ভালুকা সম্পর্কে তিনি বলেন, শিল্প উন্নয়নে এ অঞ্চল সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বিশ্ব মানের বড় বড় কোম্পানি এখানে স্থাপিত হচ্ছে এটা কেবল সম্ভব হয়েছে সরকারের উদার শিল্পনীতির কারণে। জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের উন্নয়ন হয়, ইতিমধ্যে সরকার প্রতিটি উপজেলায় বিভিন্ন স্থাপনা ও অবকাঠমো নির্মানের জন্য ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে, তিনি ভালুকা প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করবেন বলে জানান।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌছালে পুলিশের একটি চৌকস দল প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানান। ক্লাব সভাপতি কামরুজ্জামান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দীন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম. পুলিশ সুপার মঈনূল হক, সাকের্ল এ.এস.পি আলমগীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তাফা, উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার, পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. এ মালেক খান উজ্জল।