সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন না ফেরার দেশে


প্রকাশের সময় : মে ১১, ২০১৬, ১২:২৩ PM / ১২৮
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন না ফেরার দেশে

117657_116-550x330

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ ও আব্দুল হক লিটন, হালুয়াঘাট : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ৪বার নির্বাচিত সংসদ সদস্য, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) ১১ মে রাত সাড়ে তিনটায় ভারতের মুম্বাইয়ের হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফুসফুসে পানিজনিত কারণে এবং তৃতীয় কেমোথেরাপি দিতে গত ২১ এপ্রিল ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ক্যান্সার নিরাময়ে তাকে দু’বার কেমোথেরাপি দেয়া হয়। তিনি ক্যান্সার ছাড়াও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। এসময় হাসপাতালে তার দুই মেয়ে ও এক নাতী সঙ্গে ছিলেন।

মরহুম প্রতিমন্ত্রীর মরদেহ আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ বাংলাদেশে আনা হবে। বেলা ১টায় তার মরদেহ কাকরাইলের রমনা  খ্রীস্টান চার্চে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। সেখান থেকে তাকে বাংলাদেশ জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেল ৫টায় তার দীর্ঘদিনের সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হবে। সংসদ ভবন থেকে হেলিকপ্টার যোগে তার মরদেহ সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহে আনা হবে। সন্ধ্যায় শহরের ভাটিকাশর খ্রিস্টান গীর্জায় তার মরদেহ রাখা হবে। বৃহস্পতিবার রাত ৮টায় হালুয়াঘাটের কচুন্দরা গ্রামে প্রমোদ মানকিনের স্ত্রীর নামে মমতা ভিলা তার নিজস্ব বাড়িতে মরদেহ নেয়া হবে।

১৩ মে শুক্রবার সকাল ৭টায় হালুয়াঘাটে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হবে। পরে খ্রিস্টান ধর্মীয় আচার অনুষ্ঠানাদি শেষে পারিবারিক গোরস্থানে নেতার মরদেহ সমাধিস্থ করা হবে বলে পারিবারিক সূত্র জানা গেছে।

প্রমোদ মানকিন স্ত্রী, পাঁচ কন্যা এক পুত্র, নাতি-নাতনি, রাজনৈতিকসহকর্মীসহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ময়মনসিংহ, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম প্রতিমন্ত্রী গারো সম্প্রদায়ের খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। তিনি গারো ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে সামাজিক সংস্থা, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সর্বশেষ প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনেরও নিবার্চিত প্রেসিডেন্ট ছিলেন।

তিনি ১৯৯১ সালে আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে সরাসরি সক্রীয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। ২০০১, ২০০৮ ও ২০১৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন প্রমোদ। তিনি ২০০৮ সালে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে নির্বাচিত হয়ে প্রথমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, ২০০৯ সালের ১৫ জুলাই থেকে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পাঁচদিনের কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে কালব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালোপতাকা উত্তোলন করা হবে। প্রমোদ মানকিন এমপির মৃত্যুতে বুধবার সাড়ে ১১টায় ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মজনু মিয়ার  সভাপতিত্বে পরিষদের প থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে এক শোক সভা অনুষ্ঠিত হয়।

প্রমোদ মানকিন এমপি ১৯৩৯ সালের ১৮ এপ্রিল নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বাকলজোরা ইউনিয়নের রামনগর গ্রামে এক সম্ভ্রান্ত গারো পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা স্বর্গীয় মেঘা তাজু ও মাতা স্বর্গীয়া হৃদয় শিসিলিয়া মানকিন। তিনি আট ভাইবোনের মধ্যে পঞ্চম। উপজেলার বিড়ইডাকুনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু। হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নে কচুন্দরা গ্রামে স্ত্রীর নামে মমতা ভিলা তার নিজস্ব বাড়ি।

প্রমোদ মানকিন ১৯৬৩ খ্রিঃ নটরডেম কলেজ থেকে ব্যাচেরর অব আর্টস (বি,এ) ডিগ্রী অর্জন করেন। ১৯৬৮ খ্রিঃ ময়মনসিংহ টিচার্স  ট্রেনিং কলেজ থেকে ব্যাচেলার অব এডুকেশন (বি.এড) এবং ময়মনসিংহ “ল” কলেজ থেকে  ১৯৮২ খ্রিঃ এল,এল বি ডিগ্রী লাভ করেন। তিনি ময়মনসিংহ জেলার আইনজীবি সমিতির সদস্য। ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন। বর্তমানে তিনি হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি। গোবরাকুড়া স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক সমিতির প্রতিষ্ঠাতা এবং সভাপতি। বর্তমানে তিনি বাংলাদেশ-ভারত মৈত্রী সোসাইটির অন্যতম ভাইস প্রেসিডেন্ট, পাশাপশি সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ (All Party Parliamentary Group-APPG), তিনি আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস এর অন্যতম সদস্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান, দণি-পূর্ব এশিয়া মানবাধিকার কমিশন (Southeast Asian Human Rights Commission) এর সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটিরও সদস্য। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্য হালুয়াঘাট পাবলিক লাইব্ররীর আজীবন সদস্য।

কারিতাস- বাংলাদেশ এর ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি উচ্চবিদ্যালয় ও বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি। এছাড়াও হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ এবং হালুয়াঘাট আদর্শ মহিলা মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতি ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে ভারতের মেঘালয় রাজ্যে শরনার্থী শিবিরের রেডক্রসের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপির মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীয় শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

শোক বিবৃতিদাতাগণ হলেন- জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, ধর্মমন্ত্রী অধ্য মতিউর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মইনুল হক, ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটু, জেলা বিএনপি সভাপতি একেএম মোশাররফ হোসেন, এফবিসিসিআই পরিচালক আমিনুল হক শামীম, সাবেক এমপি আব্দুল মতিন সরকার, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, হালুয়াঘাট উপজেলা উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মজনু মিয়া, ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ খোরশীদ আলম ভুঞা, যুগ্ন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুর রশিদ, মোর্শেদ আনোয়ার খোকন, কড়ইতলী কোল এন্ড কোক ইম্পোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও ভুবনকুড়া ইউপির চেয়ারম্যান সুরুজ মিয়া, হালুয়াঘাট আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ.এম এ সালাম ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রেসকাব ময়মনসিংহের সভাপতি  মোঃ আফছর উদ্দিন ও সাধারণ সম্পাদক শামসুল আলম খান, ময়মনসিংহ সিটি প্রেসকাবের সভাপতি এম. আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মতিউল আলম প্রমূখ। এছাড়াও প্রতিমন্ত্রীর মৃত্যুতে ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।