বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ফুলবাড়ীয়া প্রেসক্লাব ও সাপ্তাহিক ফুলখড়ি’র যৌথ উদ্যোগে ২১মার্চ সোমবার দুপুর ২.৩০মিনিটে ফুলবাড়ীয়া প্রেসক্লাব মিলনায়তনে সফল ব্যক্তিদের নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সফল ব্যক্তি হিসেবে ফুলবাড়ীয়ার উপজেলাবাসীর গর্ব অধ্যাপক ডা. শংকর নারায়ন দাস, অধ্যক্ষ, ময়মনসিংহ মেডিকেল কলেজ; আইসিটিতে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় জনাব বনানী বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফুলবাড়ীয়া, ময়মনসিংহ; ফুলবাড়ীয়া উপজেলার সফল উদ্যোক্তার কৃতিত্ব অর্জন করায় এ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম কে সংবর্ধিত করা হবে।
উক্ত নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করবেন ফুলবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি মো. নূরুল ইসলাম খান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন সাপ্তাহিক ফুলখড়ি’র সম্পাদক মন্ডলীর সভাপতি মো. শেখ সাদী, ফুলবাড়ীয়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মো. আব্দুস ছাত্তার, সাপ্তাহিক ফুলখড়ি’র যুগ্ন সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন ইউনাইটেড এন্টার টেইনমেন্ট, ফুলবাড়ীয়া।