বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ৬জুন বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সন্ত্রাস ও নাশকতা বিরোধী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, মাহবুবা সুলতানা রুনা, পৌর মেয়র গোলাম কিবরিয়া, এড. ইমদাদুল হক সেলিম,
থানার সেকেন্ড অফিসার আবুল খায়ের, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ (অব.) আলহাজ্ব আমজাদ হোসাইন, খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি লুইস সুপ্রভাত জেংচাম, মোয়াজ্জেম হোসেন কয়েস, ডা. তোফাজ্জল হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ, হিন্দু ঐক্যপরিষদ সভাপতি শ্যামল রতন দে, স্বেচ্ছসেবকলীগ সভাপতি কামরুজ্জামান, যুবলীগ সভাপতি রুহুল আমিন, হারুন অর রশিদ হারুন, সাইফুল আলম কাজল, আব্দুল কাদের চৌধুরী মুন্না, রফিকুল ইসলাম রকিব, সাংবাদিক আব্দুস ছাত্তার, মো. তোফাজ্জল হোসেন খান, সাব্বির আহমেদ খান, ইসলামিক ফাইন্ডেশন প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য পবিত্র ঈদুল ফিতর এর দিন প্রত্যেকটি ঈদগাহ মাঠে বিশেষ নজরদারি রাখতে ইউনিয়ন কমিটি, স্থানীয় জন প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনী নির্দেশনা দেয়া হয়।