সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:০৪ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : শনিবার (৩০জুলাই) বেলা ১১.৩০ঘটিকা হতে দুপুর ১২.৩০ঘটিকা পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের সামনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটির উদ্যোগে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা, ১৪দলীয় জোটের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক জোট, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, স্কুল ও কলেজের হাজার হাজার ছাত্র-ছাত্রী মানব বন্ধনে অংশ নেন।
কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুল কদ্দুস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ডিকেএম আনোয়ার হোসেন খসরু,
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা জাসদ নেতা শামছুল হক সরকার, উপজেলা জাসদের শরাফত আলী মাস্টার, উপজেলা যুবলীগ সভাপতি রুহুল আমিন, কৃষকলীগের সভাপতি ওসমান গণি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুজ্জামান, শ্রমিকলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, ফুলবাড়ীয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পারভীন আখতার রেবা, সংগঠনের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল ফুলবাড়ীয়া উপজেলা শাখার সদস্য সচিব শাকিল চৌধুরী সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান।