গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : জঙ্গিবাদ, সন্ত্রাস ও অপশক্তির বিরুদ্ধে শনিবার (৩০ জুলাই) দুপুরে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শহরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি এনামূল হক সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আজিজুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য অগ্রদূত নিকেতনের প্রধান শিক্ষক ম, নুরুল ইসলাম, কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বালিজুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ তালুকদার, ভূটিয়ারকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক, শাহগঞ্জ স্কুল ও কলেজের সহকারি অধ্যাপক উজ্জল সরকার, সহরবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, রামগোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :