রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সোমবার (৮ আগস্ট) বিকেলে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিমের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, গৌরীপুর অগ্রদূত নিকেতনের প্রধান শিক্ষক ম. নুরুল ইসলাম, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, ফজলুল হক, সাংবাদিক খায়রুল বাসার, মুক্তিযোদ্ধার সন্তান আবু জাফর রাজীব প্রমুখ।