রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ রোড ডাকাতি সহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী বাবু (২৫) নামে এক যুবককে মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় আটক করছে। বাবু উপজেলার অচিন্তপুর গ্রামের সাহেদ আলীর পুত্র। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, বাবু একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে গৌরীপুর থানায় রোড ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। ঈদকে সামনে রেখে বাবু তার বাহিনী নিয়ে এলাকায় রোড ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাই আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।