সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন

সন্তোষপুরে বাড়ীঘরে আগুন : গরুঘোড়া আসবাবপত্র লুট

fulbaria-mymensingh-hamla-1ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর পশ্চিমপাড়া গ্রামে বাড়ী ঘরে আগুন দিয়ে ৬ টি ঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তারা একটি গরু ঘোড়াসহ গাড়ী একটি নলকুপ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। হামলার আগে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ২ টি ককটেল বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত ভোর ৪ টার সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সন্তোষপুর গ্রামের ইউসুফ আলীর সাথে ১৫ একর জমি নিয়ে দীর্ঘ দিন ধরে পাশ্ববর্তী মধুপুর উপজেলার মহিষমারা দিঘলবাইদের সদর আলীর সাথে বিরোধ চলে আসছে। ইউসুফ আলী বিরোধী জমিতে ঘরবাড়ী উত্তোলন করে বসবাস করে আসছে। শুক্রবার দিবাগত ভোর ৪ টার দিকে সদর আলীর শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে ২ টি ককটেল বিস্ফোরন ঘটিয়ে ইউসুফ আলীর বাড়ীতে হামলা করে। হামলাকারীরা ৫ টি টিনের ঘর ভেঙ্গে আগুন দিয়ে জালিয়ে দেয়। লুট করে নিয়ে যায় একটি গরু একটি ঘোড়াসহ ঘোড়ার গাড়ী একটি নলকূপ ঘরের আসবাবপত্র।
গৃহিনী ফরিদা বেগম জানান, ২ টি বিকট শব্দের পর তারা শিশু সন্তান নিয়ে ঘরবাড়ী ছেড়ে দৌড়ে পালিয়ে যান। রাতভর হামলাকারীরা ঘরবাড়ী ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। আবারও হামলার ভয়ে তারা এখন আতংকগ্রস্থ।
নাওগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, তিনি বিষয়টি শুনেছেন।
ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman