সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৫০ অপরাহ্ন

সত্য বস্তুনিষ্ঠতা বজায় রেখে বিশ্বাস ও আস্থাভাজন হয়ে আরও তথ্য নির্ভর হবে দৈনিক যায়যায়দিন

JJdin-01ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ৬জুন সোমবার বেলা ১২টায় ফুলবাড়ীয়া প্রেসকাব মিলনায়তনে জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে দৈনিক যায়যায়দিনের ১১বছরে পদার্পণে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ পত্রিকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী দিনে সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে বিশ্বাস ও আস্থাভাজন হয়ে সঠিক দর্পনের মাধ্যমে আরও বেশি তথ্য নির্ভর হবে দৈনিক যায়যায়দিন।
জেজেডি ফ্রেন্ডস ফোরাম সভাপতি কবি মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে যায়যায়দিন ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি মো. নুরুল ইসলাম খান এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম,

JJdin-02

উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. আব্দুল মান্নান, হিসাব রক্ষণ অফিসার মো. মকবুল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসাইন, সাংবাদিক ও সাহিত্যিক কল্যাণ সংস্থার সভাপতি মো. আব্দুর রাজ্জাক, ফুলবাড়ীয়া প্রেসকাব সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় ফুলবাড়ীয়া প্রতিনিধি মো. আব্দুস ছাত্তার, জেজেডি ফ্রেন্ডস ফোরাম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। এতে কুরআন তেলাওয়াত করেন ফূলবাড়ীয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. আব্দুল জব্বার।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, জেলা পর্যটনলীগের সাধারণ সম্পাদক সুয়েফ মাহমুদ উদ্যম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রফিকসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman