রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন

সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর যারা নির্বাচিত হলেন-

5555566666666688ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : গত ৩০ ডিসেম্বর ফুলবাড়ীয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ৩ জন ও সাধারণ কাউন্সিলর ৯ জন নির্বাচিতরা হলেন- সংরক্ষিত ১,২,৩, ওয়ার্ডে আছমা খাতুন (কাচি) ১৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটমত প্রতিদ্বন্দ্বি হাছিনা আক্তার (মৌমাছি) পেয়েছেন- ১২৬১ ভোট। ৪,৫,৬ ওয়ার্ডে আলেয়া খাতুন বানি(আঙ্গুর) ২৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আয়তন নেছা (কাচি) পেয়েছেন- ১১০২ ভোট। ৭,৮,৯ ওয়ার্ডে ইছমত আরা (কাচি) ১৮৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটমত প্রতিদ্বন্দ্বি আয়েশা সিদ্দিকা (মৌমাছি) পেয়েছেন- ১৭২০ ভোট। ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর সেকান্দর আলী ( ডালিম), ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মান্নান (বোতল) পেয়েছে ৩৩২ ভোট, ২নং ওয়ার্ডে ফজলুল হক ফজি (ডালিম) ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মালেক সেলিম (উটপাখি) পেয়েছে- ৪৬৮ ভোট, ৩ নং ওয়ার্ডে ছফর আলী বুলু (উটপাখি) ১০৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. রফিকুল ইসলাম (পাঞ্জাবি) পেয়েছে ৩৩৮ ভোট। ৪নং ওয়ার্ডে সাইফুল ইসলাম (পাঞ্জাবি) ৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জালাল উদ্দিন (উটপাখি) ৪০১ ভোট পেয়েছে। ৫নং ওয়ার্ডে হাছেন আলী সরকার (ব্লাক বোর্ড) ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আকবর আলী মুন্সি (ফাইল কেবিন) পেয়েছে ২৩১ ভোট। ৬নং ওয়ার্ডে শাহজাহান শিকদার (বোতল) ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এসএম গোলাম ফারুক আকন্দ (ডেরস) পেয়েছে ৭০৫ ভোট। ৭নং ওয়ার্ডে চান মাহমুদ সরকার (ডালিম) ৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এবিএম সিদ্দিক (উটপাখি) পেয়েছে ৩৮৭ ভোট। ৮ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম শিকদার (পাঞ্জাবি) ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী মোঃ ইমান আলী (বোতল) পেয়েছে- ৫৭৯ ভোট। ৯নং ওয়ার্ডে আব্দুল মান্নান (উটপাখি) ৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলী আহসান রানা (টেবিল ল্যাম্প) পেয়েছে ৪৪৭ ভোট।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman