সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন

শেষ মুহুর্তের প্রচারনায় সরগরম রাঙ্গামাটিয়া : রাত ১২টার পর সকল ধরনের প্রচারনা বন্ধ

fulbaria-nirbachon-pic01-29-10ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : আগামী সোমবার (৩১অক্টোবর) ময়মসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মুহুর্তের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে রাঙ্গামাটিয়ার বাতাস। প্রার্থীরা অতি ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনে ৯টি কেন্দ্রের সকল কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
আজ শনিবার রাত ১২টার পর থেকে সকল ধরনের সভা, সমাবেশ, শোডাউন নিষিদ্ধ হচ্ছে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন প্রার্থী। ১৬ হাজার ৮শ ২৯ ভোট নিয়ে অত্র ইউনিয়নে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা। পরস্পর নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অভিযোগ তুলছেন।
চেয়ারম্যান পদে আ’লীগের সালিনা চৌধুরী সুষমা (নৌকা), জাতীয় পার্টির বারিকুল ইসলাম স্বপন তালুকদার (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মোঃ শামিম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান সিরাজ সাজু (আনারস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের কর্মী সমর্থক বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।
নৌকা প্রার্থীর সমর্থনে জেলা ও উপজেলা সদর থেকে নেতাকর্মীরা পথসভা ও কর্মী সভায় বক্তৃতা করছেন। ভোটারদের মন জয় করতে শুনাচ্ছেন আশ্বাসের ঝুড়ি।
তবে ভোটাররা জানিয়েছেন, পছন্দমত প্রার্থীদের ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন। তারা কোন আশ্বাসে কান দিবেন না।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman