মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৩৪ পূর্বাহ্ন
ফুলবড়িয়া নিউজ 24ডটকম : জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ডিজিটাল বিপ্লবের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জিমনেশিয়াম মাঠে দুই দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে দেশ সর্বক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আগের বাংলাদেশ নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে। আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশে ডিজিটালের যে বিপ্লব, সেই বিপ্লবের সর্বাধিনায়ক জননেত্রী শেখ হাসিনা।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্নয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী ও সরকারি আনন্দমোহন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন।
বক্তব্য শেষে বোতাম টিপে ডিজিটাল মেলার উদ্বোধন করেন মন্ত্রী ।