শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন


প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০১৬, ১০:৩৮ AM / ৯৬
শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

ict-13

মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার (১৩ আগস্ট) বেলা ১২টায় সারাদেশের ন্যায় ভিডিও কনফারেসিং এর মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে গৌরীপুর অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, মোঃ সানাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, গৌরীপুর অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম, নুরুল ইসলাম, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হাই খান পাঠান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, সাংবাদিক আনোয়ার হোসেন শাহিন, ফারুক আহাম্মেদ প্রমুখ। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, ওই দিন একযোগে কলতাপাড়া মোজাফফর আলী ফকির স্কুল ও কলেজ, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়, বারুয়ামারী উচ্চ বিদ্যালয় ও অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে।#