শুলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশ তপুর জানাযা নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ৯, ২০১৬, ১১:৫৬ AM / ৮২
শুলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশ তপুর জানাযা নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত

65554400

ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : কিশোরগঞ্জ শুলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশ কনস্টেবল জহিরুল ইসলামের লাশ রাত ১১ টায় নিজ গ্রাম ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া বালাশ্বর গ্রামের নিয়ে আসলে মা, ভাই বোনসহ স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে। এসময় নিহতের স্বজনদের শান্তনাদেন পুলিশ সুপার হারুন অর রশিদ, ইউএনও শারমীন সুলতানা,
থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিবসহ স্থানীয়রা।
রাত ১২ টায় ভাটিপাড়া বালাশ্বর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা নামাজ শেষে তপু কে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম তপু ভাটিপাড়া বালাশ্বর গ্রামের প্রয়াত মুক্তিযুদ্ধা আ: মজিদের পুত্র।

শুলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য এ্যাড: আলহাজ্ব মোসলেম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, থানা অফিসার ইনচার্জ রিফ‍াত খান রাজিব, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এড. ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।