বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন
শীত মানে বারান্দায় সোনালী রোদ
কম্বলের মধ্যে গুটিসুটি দিয়ে জড়ো হয়ে শুয়ে থাকা,
ধোঁয়া ওঠা চায়ের কাপে মুখোমুখি বসা,
শীত মানে প্রিয় মানুষের গভীর আলিঙ্গনের উষ্ণ প্রস্রবনে
হৃদয়ের অলিতে গলিতে উষ্ণতা বিনিময়।
শীত মানে মায়ের হাতে বানানো ভাপা, পাটিশাপটা, চিতই
মায়ের নিঁখুত হাতের বোনা গরম সোয়েটারে গরম ভালোবাসা
শীত মানেই বাড়তি যত্ন বাড়তি সকল আয়োজন
ভালোবাসার ওমে ভরা ভালোলাগার গান।