রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৯ পূর্বাহ্ন

শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ প্রধানমন্ত্রী

দেশের সিনেমায় সর্বোচ্চ স্বীকৃতি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। ১৯৭৫ সাল থেকে এই পুরস্কার নিয়মিত দেওয়া হচ্ছে। গত দুই বছর বিজয়ীদের পুরস্কৃত করা হলেও সেই আয়োজনে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তিনি উপস্থিত থেকে নিজ হাতেই শিল্পী-কুশলীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার প্রদান আসর অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ শেষে ছিল সাংস্কৃতিক পর্ব। প্রায় একঘণ্টাব্যাপী এই পর্বে নাচে-গানে প্রধানমন্ত্রী ও উপস্থিত দর্শকদের বিনোদিত করেছেন শিল্পীরা। পুরো আয়োজনটি প্রধানমন্ত্রী সামনে বসে উপভোগ করেন। হেসে, করতালি দিয়ে প্রকাশ করেছেন মুগ্ধতা। সঞ্চালক ফেরদৌস-নুসরাত ফারিয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জবাবও দিয়েছেন, শেষ কবে সিনেমা হলে গিয়েছেন।

সাংস্কৃতিক পর্বটি শুরু হয় কালজয়ী গান ‘সে যে কেন এলো না’ দিয়ে। এটি নতুন আয়োজনে পরিবেশন করেছেন নন্দিতা। এরপর মঞ্চে ওঠেন হালের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল ও গায়িকা কোনাল। তারা গেয়ে শুনিয়েছেন নিজেদের গাওয়া ‘মেঘের নৌকা’ গানটি। এটি কিছু দিন আগেই প্রকাশ হয়েছে। চয়নিকা চৌধুরী নির্মিত ‘প্রহেলিকা’ সিনেমার এই গানে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী।

এরপর একাধিক গানের মিশ্র পরিবেশনায় অংশ নেন গায়িকা আঁখি আলমগীর। তরুণ সংগীতশিল্পী সাব্বির ও লিজা দ্বৈতভাবে গেয়েছেন বিখ্যাত গান ‘তোমারে লেগেছে এত যে ভালো’। ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া ও গায়িকা নিশিতা বড়ুয়া শুনিয়েছেন তাদেরই গাওয়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান ‘ফেট ফুরেদ্দে তোয়ারলাই’।

গানের পর আসে নৃত্যের পর্ব। এখানে কালজয়ী কিছু গানের সঙ্গে এই সময়ের তারকারা পারফর্ম করেছেন। সাইমন ও পিয়া জান্নাতুল নৃত্য করেছেন ‘বেদের মেয়ে জোছনা’ গানে, নিরব ও আঁচল ‘আমি একদিন তোমায় না দেখিলে’ গানের সঙ্গে, ইমন ও দীঘি নেচেছেন ‘ও রে সাম্পানওয়ালা’র তালে এবং পূজা চেরী কোমর দুলিয়েছেন ‘জ্যোতিষী গো জ্যোতিষী’ গানের সঙ্গে। পরিবেশনায় ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত দুই মুখ জায়েদ খান আর নিপুণ আক্তারও।

সবশেষে নিজের নৃত্যদল নিয়ে মঞ্চে ওঠেন ওয়ার্দা রিহাব। নির্মলেন্দু গুণের বিখ্যাত কবিতা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’র আবৃত্তির সঙ্গে নাচের মুদ্রা দিয়েছেন তারা। এরপর ‘শোনো একটি মুজিবরের থেকে’, ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ ও ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তারা।

সাংস্কৃতিক পর্বটি সঞ্চালনা করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও নায়িকা নুসরাত ফারিয়া। পরিবেশনার ফাঁকে ফাঁকে তারা মজার ছলে অনেক কথা বিনিময়ও করেছেন। ‘তোমারে লেগেছে এত যে ভালো’ গানের সুর ধরে ফারিয়া বলেন, ‘এই গানগুলো শুনলে আমারও প্রেমে পড়তে ইচ্ছে করে’। এ কথা শুনে বিস্ময় প্রকাশ করে ফেরদৌস জানতে চান, ‘তুমি এখনও প্রেমে পড়োনি বলছো?’ ফারিয়ার জবাব, ‘এখনও আমার প্রেমে পড়ার বয়স হয়নি’। অতঃপর হাসতে হাসতে ফেরদৌস বলেন, ‘আর হবে না’।

শিল্পীদের এসব পরিবেশনা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী। কখনও হাততালি দিয়ে, কখনও হাসি দিয়ে জানিয়েছেন উৎসাহ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman