ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ১৮ মে শিক্ষা মানোন্নয়নে মানদন্ড যাচাইকরণ প্রারম্ভিক সভা বাকতা ইউনিয়নের পাঁচকাহনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ফুলবাড়ীয়া এডিপি’র সহযোগীতায় স্থানীয় সিটিজেন ভয়েস এ্যান্ড এ্যাকশন (সিভিএ) পরিচলনা কমিটি কর্তৃক এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় ইউ, পি সদস্য, অভিভাবক কমিটির সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের সভাপতি হেকমত আলী স্বাগতিক বক্তব্য রাখেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে সবার সহযোগীতা প্রত্যাশা করেন। ফুলবাড়ীয়া এডিপি’র শিক্ষা টেকনিক্যাল কর্মকর্তা মিঃ হেনরী রেমা সিভিএ কাজের উদ্দেশ্য উপস্থাপনা করেন। এ কাজে বিদ্যালয় সংশ্লিষ্ট সবার সাহায্য কামনা করেন। পরবর্তীতে শিক্ষার বর্তমান অবস্থা ও মানদন্ড যাচাই সম্পর্কে বিস্তারিত কার্যক্রম পরিচালনা করেন সিভিএ পরিচালনা কমিটির সদস্য মোঃ দরাজ আলী, মোঃ নবী হোসেন, মোঃ আব্দুল মোতালেব ও আরিফা আক্তার প্রমুখ। উপস্থিত সকলে শিক্ষার উন্নয়নের বিভিন্ন অবস্থান পরিপ্রেক্ষিতে তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপনী ঘোষনা করেন।
আপনার মতামত লিখুন :