সোমবার, ২৯ মে ২০২৩, ১২:১৩ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বৃহস্পতিবার (১০নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ বাজার আনসার ভি.ডি.পি কাব কর্তৃক জনতা মহাবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গত মাসে জনতা কলেজ ও জনতা স্কুলের গরীব, হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫৫ হাজার টাকা অর্থ প্রদান করেন হাসন আলী সরকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ মোঃ নূরুল হাসান ফরিদী। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জনতা মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এড. মোয়াজ্জেম হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমাড্যান্ট আনসার ও ভিডিপি মোঃ জিয়াউল হাসান, অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব, জনতা কলেজ প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, নবনির্বাচিত চেয়ারম্যান সালিনা চৌধুরী সুষমা, অধ্যক্ষ শাহিদা পারভীন, আনসার ভি.ডি.পি. মোশারফ হোসেন দুলাল।। বক্তব্য রাখেন- অধ্যক্ষ মুনসুর আলী, আলহাজ্ব কুদরতীখুদা, সাদেকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সেলিম রেজা, নূরুল আহমেদ প্রমূখ।