শাহ আলমিয়া আলামিন মুহাইমিনুল ইসলামিয়া এতিমখানা মসজিদ উদ্বোধন


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০১৬, ৩:০৪ PM / ১৭৬৬
শাহ আলমিয়া আলামিন মুহাইমিনুল  ইসলামিয়া এতিমখানা মসজিদ উদ্বোধন

999ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামে শাহ আলমিয়া আলামিন মুহাইমিনুল ইসলামিয়া এতিমখানা মসজিদের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বাদ আছর এ মসজিদের উদ্বোধন করেন ঐতিহ্যবাহী কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহাব মাদানী।
প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট এতিমখানার প্রতিষ্ঠাতা মো: শামসুল আলম খানের পরিচালনায় বক্তব্য রাখেন কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল্লাহ বিন সুরুজ, প্রভাষক আব্দুর রহমান মাদানী, প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম বিন রাজ্জাক, টিভি ভাষ্যকার মাওলানা উবায়দুল্লাহ ত্রিশালী, কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য বদিউজ্জামান সরকার, ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আ’লীগের সদস্য মো: মজিবুর রহমান খান, ফুলবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মো: নুরুল ইসলাম খান, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইদুর রহমান, মাওলানা ওয়ালিউল্লাহ প্রমুখ।
কুয়েত জয়েন রিলিফ কমিটি ও শাহ আলমিয়া আলামিন মুহাইমিনুল ইসলামিয়া এতিমখানার যৌথ উদ্যোগে এ মসজিদটি নির্মিত হয়।