শাহীনা রব স্মৃতি পদক পেলেন ফুলবাড়ীয়ার তৌহিদুজ্জামান


প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৩, ৩:০৬ PM / ৩৭০
শাহীনা রব স্মৃতি পদক পেলেন ফুলবাড়ীয়ার তৌহিদুজ্জামান

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : দেশগ্রাম মিডিয়া সেন্টার কর্তৃক শাহীনা রব স্মৃতি পদক ২০২২ পেয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়ার মো. তৌহিদুজ্জামান। মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে দেশগ্রাম এর ইফতার মাহফিল, আলোচনা সভা এবং শাহীনা রব স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে অংশ নিয়েছিলেন প্রখ্যাত অভিনেতা এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

দক্ষ জনশক্তি বিনির্মাণে প্রশিক্ষণ প্রদান, বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা, পড়াশোনা, চাকরি পাওয়ার প্রস্তুতি নিয়ে নানা পরামর্শ দিয়ে থাকেন মো. তৌহিদুজ্জামান। সম্প্রতি প্রতি মাসে তিনি কমিনিউকেশন স্কিল এবং সিভি লেখা নিয়ে অনলাইন কর্মশালার আয়োজন করেন। তার এসব উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করে দেশগ্রাম কর্তৃপক্ষ।

এ সম্মামনা পাওয়ার বিষয়ে তৌহিদুজ্জামান বলেন, কখনো স্বীকৃতি প্রাপ্তির জন্য কাজ করি না। তবে যখন কেউ কাজের মূল্যায়ন করে কোনো স্বীকৃতি দেয় তবে কাজের প্রতি আরো দায়িত্ব বাড়িয়ে দেয়, কাজ করতে অনুপ্রেরণা বাড়ায়। এমন আয়োজনের জন্য দেশগ্রাম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আয়োজক মোস্তফা কামাল মাহ্দী জানান, এই স্মৃতি পদক ধারাবাহিক ভাবে প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এবার মো. তৌহিদুজ্জামান সহ আরো কয়েকজন তরুণ নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য এ পদক পান।