বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন
আ. জব্বার, ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ‘‘শিতি জাতি গড়ে-মা, বাল্য বিবাহে এসো বলি না’’। এই সেøাাগানকে সামনে রেখে “বাল্য বিবাহ রোধে ও নারীর উন্নয়নে মায়ের ভূমিকা শীর্ষক” মা- সমাবেশ কেশরগঞ্জের শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শনিবার (১২মার্চ) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মা-সমাবেশে কলেজের অধ্য মোঃ শামছুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক বাবু শিবেন্দ্র নারায়ণ চক্রবর্ত্তী, প্রভাষক মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী শিক মোঃ গোলাম কাইয়ূম, জাহানারা বেগম, মোঃ আঃ জলিল, মৌলভী শিক মোঃ মজিবুর রহমান আনসারী প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক সাধনা রাণী দত্ত।