রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৬ পূর্বাহ্ন

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি

409ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটের দিন রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখতে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সোমবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি এসব কথা বলেন।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘সবার উদ্দেশে বলব, প্রার্থী-সমর্থকরা যেন আইনশৃংখলা ভঙ্গ না করেন। সুষ্ঠু নির্বাচনে যেন আমাদের সহযোগিতা করেন। রাজনৈতিক দলগুলো যেন তাদের প্রার্থীদের এবং প্রার্থীরা যেন তাদের সমর্থকদের নিয়ন্ত্রণে রাখেন।’
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে। আইনশৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অধিকতর নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচনে কোনো শংকা নেই।’

এদিকে একই দিনে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ নির্বিঘœ করার আশ্বাস দিয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য ইসির সব ধরনের প্রস্তুতি রয়েছে। মঙ্গলবার ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। এখন পর্যন্ত মাঠের যে খবর পেয়েছি তাতে আমরা অত্যন্ত আশাবাদী যে, নির্বাচন সুষ্ঠু হবে।’

তিনি আরও বলেন, ‘ভোটারদের আশ্বস্ত করতে চাই- আমরা আইনশৃংখলা বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করেছি। তারা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।’ জঙ্গি হামলার হুমকির বিষয়ে ইসির প্রস্তুতি সম্পর্কে মো. শাহনেওয়াজ বলেন, ‘এ বিষয়টি দেখার দায়িত্ব আইনশৃংখলা বাহিনীর। আমাদের সব ধরনের নির্দেশনা রয়েছে, যা যা ব্যবস্থা নেয়া দরকার তারা তা করবে। যেখানে তারা মনে করবে আইনশৃংখলা বাহিনী বেশি প্রয়োজন, তারা সেখানে বাড়াবে।’

অনিয়ম রোধে ইসির কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা কঠোর নির্দেশনা দিয়েছি, যারা দায়িত্বে অবহেলা করবে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া হয়।’ নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী দল যারা থাকবে তারা অভিযোগ করবে, এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। তারপরও আমরা বাস্তবসম্মত যেসব অভিযোগ পেয়েছি সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নিয়েছি।’

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman