মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটিতে বুধবার সন্ধ্যার পর বাংলাদেশ আওয়ামী শিল্পী গোষ্ঠী ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে আলোর মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। আওয়ামী শিল্পী গোষ্ঠী ফুলবাড়িয়া শাখার সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু সাঈদ নুর খান বাবু।
এ সময় আওয়ামী শিল্পী গোষ্ঠী এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।