বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন
আমার এলোমেলো বাগানে গুচ্ছ গুচ্ছ শিউলি ফুটেছে,
শিউলি কন্টকিত হলেও আমি খুশি
শিশির ও শরতের প্রতি আমার নিবিড় পক্ষপাত,
আজকাল শিউলিকে কাঞ্চনকামিনী বলে ভুল হয় ।
আহা! শিউলি! আহা! কাঞ্চন কামিনী।
তোমাদের নিয়ে কাটে যদি দুধ জ্যোৎস্নার মধুর যামিনী।
অন্তহীন যন্ত্রনায় থাকি আমি শিউলির নিবিড় প্রবোধে,
সব কালো আলো হয়ে যায় শরতের আকাশে।
সময়ের ছকে আমি এখন শরতের মমতায় জীবনের ধুলো তাড়িয়ে আছি শিউলির ভালোবাসায়।
শিউলি আমার কাছে স্বপ্নের এক মেয়ে শরতের সুস্থ স্পন্দনে ধন্য আমি শিউলিকে পেয়ে।